পঞ্চাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঢাকা বিভাগের টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার
বানিয়াজান ইউনিয়নের অন্তর্গত পঞ্চাশী মৌজায় ছায়ানিবিড় স্থানে অবস্থিত । বিদ্যালয়টি এস.এম.সির সভাপতি জনাব মোঃ আবুল কাশেম খান বিদ্যালয়টির ২টি ঘরের মধ্যে ১টি ঝুকিপূর্ণ পাকা ভবন অন্যাটি টিনের তেরী ।ঝুকিপূর্ণ পাকা ভবনটিতে ৩টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ রয়েছে এবং টিনের তেরী ঘরটি ১টি কক্ষ বিশিষ্ট । ছাত্র ছাত্রীর সংখ্যা ২৪০ জন শিক্ষক শিক্ষিকার পদ সংখ্যা ০৬ । বিদ্যালয়টিতে একটি সমতল মাঠ আছ্ ।
১টি টিউবওয়েল আছে যা অকেজো । বিদ্যালয়টিতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকলেও বিদ্যালয়ের প্রয়োজনীয় আসবাবপত্র অপ্রতুল । EMIS CODE NO-
91306120212
দীর্ঘদিন যাবৎ গ্রামের ছেলেমেয়েরা ৪ কিঃমিঃ দূরে কদমতলী ও অন্যান্য স্থানে লেখাপড়া করে যা খুব কষ্টকর । ইতিমধ্যে বিদ্যেৎসাহী একজন লোক নাম মোঃ শামছুদ্দিন পিতাঃ মনিরুজ্জামান , বলাইদিয়ার সরিষাবাড়ী , জামালপুর থেকে পঞ্চাশী গ্রামের মামার বাড়ী বেড়াতে এসে শিক্ষার অভাববোধ করেন এবং গন্যমান্য সকলের সাথে আলোচনা করেন ।
যতটুকু সম্ভব জানা যায় যে , জানুয়ারী মাস ১৯৬৯ সালে জনাব মোঃ ময়েজ উদ্দিন খানের সভাপতিত্তে একটি আলোচনা সভা হয় এবং ঐ দিনই সর্ব সম্মতি ক্রমে গ্রামের সকলের সহযোগিতা ময়েজ উদ্দিন খানের ৩৩ শতাংশ জমির উপর ১টি ছনের চালারঘর
উঠানো হয় । নাম দেওয়া হয় পঞ্চাশী প্রাথমিক বিদ্যালয় বা পাঠশালা । ২ জন শিক্ষক
জনাব কাজী শাকের ও শামছুদ্দিন বিদ্যালয়টির শিক্ষক ছিলেন । স্থানীয় মুষ্টিচালের টাকা দিয়ে স্কুলটি চলে । পরে ইহা ১৯৭৩ সালে সরকারীকরণ করা হয় । বর্তমানে যা পঞ্চাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত ।
ক্রমিক নং | নাম/ ঠিকানা | উপাধি | ক্যাটাগরী |
০১ | মোঃ আবুল কাশেম খান | সভাপতি | বিদ্যোৎসাহী পুরুষ |
০২ | মোঃ আঃ আজিজ খান | সহ-সভাপতি | জমিদাতা |
০৩ | মোঃ ওয়াসীম | সদস্য | অভিভাবক পুরুষ |
০৪ | মোঃ আঃ খালেক | সদস্য | অভিভাবক পুরুষ |
০৫ | মোহাম্মদ আলী খোকন | সদস্য | ইউ.পি সদস্য |
০৬ | মোছাঃ মোর্শেদা বেগম | সদস্য | অভিভাবক মহিলা |
০৭ | মোছাঃ হ্যাপী বেগম | সদস্য | বিদ্যোৎসাহী মহিলা |
০৮ | মোছাঃ আরজিনা বেগম | সদস্য | অভিভাবক মহিলা |
০৯ | মীর এ কে আজাদ | সদস্য | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক |
১০ | বদিউজ্জামান | সদস্য | সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক |
১১ | মোঃ খলিলুর রহমান | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
ক্রমিক নং | সন | ডি আর ভুক্ত ছাত্রছাত্রী | অংশগ্রহনকারী সংখ্যা | পাশের সংখ্যা | পাশের সন |
|
০১ | ২০০৯ | ৩৭ | ৩৬ | ৩৫ | ৯৭% |
|
০২ | ২০১০ | ৪০ | ৩৬ | ৩৬ | ১০০% |
|
০৩ | ২০১১ | ৩৭ | ৩৫ | ৩৫ | ১০০% |
|
০৪ | ২০১২ | ২৮ | ২৭ | ২৭ | ১০০% |
|
০৫ | ২০১৩ | ৩০ | ২৮ | ২৮ | ১০০% |
|
|
|
শ্রেণী | মোট ছাত্র/ছাত্রী
| সুবিধাভোগী | কার্ডের সংখ্যা | ||||
মোট | বালিকা | মোট | বালিকা | একক | যৌথ | মোট | |
প্রথম | ৩২ | ১৯ | ৯ | ৭ | ৯ | -- | ৯ |
দ্বিতীয় | ৪৭ | ১৮ | ১৬ | ৯ | ১৬ | -- | ১৬ |
তৃতীয় | ৪৫ | ২১ | ২২ | ১২ | ২২ | -- | ২২ |
চতুর্থ | ৩৫ | ২১ | ২৪ | ১৪ | ২৪ | -- | ২৪ |
পঞ্চম | ৩৭ | ২১ | ২৭ | ১৪ | ২৭ | -- | ২৭ |
সর্বমোট | ১৯৬ | ১১০ | ৯৮ | ৫৬ | ৯৮ | -- | ৯৮ |
শিক্ষাবৃত্তির ফলে ঝরে পড়ার হার কমেছে । ব্যাচমেন্ট এলাকার থেকে শতভাগ ভর্তি নিশ্চিত হয়েছে । বিদ্যালয়টিতে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পেয়েছে । বিগত ৩ বছর যাবৎ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক এবং পাশের হার ১০০%
বিদ্যালয়টিতে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে । বিদ্যালয়টিতে অবকাঠামোগত উন্নয়ন হলে বিদ্যালয়টিতে নিম্নমাধ্যমিক পর্যন্ত চালু করার পরিকল্পনা রয়েছে ।
শ্রেণী | ক্রমিক নং | শিক্ষার্থীর নাম |
দ্বিতীয় | ১ | মোছাঃ বিথী আক্তার |
২ | মোছাঃ লাবনী আক্তার | |
৩ | মোঃ ইয়াছিন | |
তৃতীয় | ১ | মোছাঃ সোনিয়া আক্তার |
২ | মোঃ মিহাদ | |
৩ | মোছাঃ ফারজানা | |
চতুর্থ | ১ | মোঃ সাজ্জাদ হোসেন |
২ | মোঃ আল আমিন | |
৩ | মোঃ অন্তর হোসেন | |
পঞ্চম | ১ | মোঃ মোরাদ হোসেন |
২ | মোছাঃ শারমিন | |
৩ | মোছাঃ মীম আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস