Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বানিয়াজান সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

 

 

বানিয়াজান সরকারী প্রাথমিক বিদ্যালয়টি টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার (সাবেক মধুপুর উপজেলার)বানিয়াজান ইউনিয়নের (সাবেক বীরতারা ইউনিয়নের)ঢাকা-জামালপুর মহাসড়কের ১ কিলোমিটার পশ্চিমে বানিয়াজান প্রামের প্রাণ কেন্দ্র পল্লীর মনোরম পরিবেশে অবিস্থিত । ১৯৩৮ সাল থেকে বিদ্যালয়টি অত্র এলাকার দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে । অত্র বিদ্যালয়টি বানিয়াজান তথা বীরতারা ইউনিয়নের নেতৃত্বদানকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ।প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা এবং দক্ষ ও মঃনেজিং কমিটি দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে । বিদ্যালয়ের বর্তমান শিক্ষক সংখা ০৮ আট জন এবং কর্মচারী ০১ জন । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখা ৩৬০ জন । বিগত ৫ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ১০০% । ২০০৯সালে বৃত্তি প্রাপ্ত টেলেন্টপুল ০১ জন এবং সাধারণ গ্রেডে ০২ জন ,২০১০ সালে বৃত্তি প্রাপ্ত টেলেন্টপুল ০১ জন ,২০১১ সালে সাধারন গ্রেডে ০৪ জন ,২০১২ সালে সাধারণ গ্রেডে ০১ জন এবং ২০১৩ সালে সাধারণ গ্রেডে ০২ জন । বিদ্যালয়টির ২টি পাকা ভবন ,১টি আধাপাকা ভবনে মোট ৭টি শ্রেণীকক্ষ ও ১টি অফিস কক্ষ আছে । বিদ্যালয়ের একটি বৃহৎখেলার মাঠ রয়েছে । বিদ্যালয়ের সঃনিটেশন বঃবস্থা ভাল । বিদ্যালয়ের পাশে বানিয়াজান উচ্চ বিদ্যালয় এবং নবগঠিত বানিয়াজান ইউনিয়ন পরিষদ অবস্থিত ।