১৯৩৮ সালে স্থাপিত বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখা ১২৮ জন এবং শিক্ষক/কর্মচারী সংখা ০৪ জন বিদ্যালয়টি নিয়মিত মঃনেজিং কমিটির দ্বারা পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ১ জন ফলাফল সন্তোষজনক ।২০১২ সালে অনুষ্ঠিত পি.এস.সি পরীক্ষায় ১ জন শিক্ষার্থী বৃত্তি ও জি.পি.এ ৫.০০ অর্জনের প্রতাশা রাখে ।
অত্র গংগাবর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঢাকা বিভাগের টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের গংগাবর গ্রামে মদ্যবর্তী স্থানে অবস্থিত । বিদ্যালয়টির জমির পরিমান ৭৪ শতাংশ, জমি দাতা মোঃ ইমাম মন্ডল ।মিয়া বাড়ীর এক সৈয়দ সাহেব বাংলাসহ আরবী লেখাপড়া করান । তখন গ্রামের লোকজন উৎসাহী হয়ে নিজ উদোগে উক্ত ছাপড়া ঘর ভেঙ্গে দু-চালা টিনসেট ঘর তৈরি করেন। এভাবে পড়াশোনা চলতে থাকে। বেশ কয়েক বছর পর ১৯৩৮ সালে সরকারী ভাবে মধুপুর ,ঘাটাইল ও গোপালপুর তিন থানা যুক্ত সার্কেল অফিসারের তত্ত্বাবাধানে বিদ্যালয়টি চলে যায় ।এইভাবে ক্রমবর্ধমান ভাবে বিদ্যালয়টি ধাপে ধাপে উন্নীত হতে থাকে । ১৯৬৪/৬৫ সালের দিকে বিদ্যালয়টি হাফবিল্ডিং (প্রায় ৭২ হাত দৈর্ঘ)দক্ষিণমুখী একটি সুন্দর গৃহ হিসাবে উঠানো হয়। দ্বিতীয় ধাপে ১৯৯৩/৯৪ সালে সরকারী অনুদানে পূর্বমুখী করে আরেকটি হাফবিল্ডিং নির্মিত হয় । এখন পর্যন্ত ও দুটি বিল্ডিং পড়াশোনার কাজ চলে আসছে । তবে ১ম বিল্ডিংটি সংস্কারের প্রয়োজন
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃকামাল হোসেন | সভাপতি |
০২ | মোঃআঃজলিল | সহ-সভাপতি |
০৩ | মোঃসহিদুল ইসলাম | সদস(অভিভাবক) |
০৪ | মোঃমুকুল মিয়া | সদস(অভিভাবক) |
০৫ | মোছাঃচামেলী বেগম | সদস(অভিভাবক) |
০৬ | মোছাঃছায়া বেগম | সদস(অভিভাবক) |
০৭ | মোছাঃরত্না বেগম | সদস(অভিভাবক) |
০৮ | মীর আজিজুর রহমান | সদস (ইউপি) |
০৯ | মোঃআলতাব হোসেন | উচ্চ বিদালয় শিক্ষক |
১০ | লুৎফুন নিসা খানম | সদস শিক্ষক প্রতিনিধি |
১১ | মীর আনিছর রহমান | সদস সচিব |
সাল | মোট পরীক্ষার্থী | পাসকৃত পরীক্ষার্থী | পাশের হার |
২০০৯ | ২৯ | ২৯ | ১০০% |
২০১০ | ২৫ | ২৫ | ১০০% |
২০১১ | ২৩ | ২৩ | ১০০% |
২০১২ | ১৯ | ১৯ | ১০০% |
২০১৩ | ৩০ | ৩০ | ১০০% |
পি.এস.সি পরীক্ষায় ২০১২ সালে একজন বৃত্তি প্রাপ্ত ।
পাশের হার শতভাগ ও ঝরে পড়ার হার কমানো ।
ভবিষৎতে বিদ্যালয়টি পি.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ ,অধিক বৃত্তি ও জি.পি.এ ৫.০০ অর্জনের প্রতাশা ।
শ্রেণী | ছাত্র-ছাত্রীর নাম |
২য় | আরিফ, স্বর্ণা |
৩য় | আফরোজা, শাম্মী |
৪র্থ | ফেরদৌস, মীম |
৫ম | সাবিকুন্নাহার সারাহ,মীর জাহিদ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস