Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বি.এস.বি উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

 

টংগাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন বানিয়াজান ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বলদীআটা

 গ্রামে উক্ত বি এস বি বিদঃ অবস্থিত । বিদঃটিতে ২৬ ফিট দৈর্ঘের ১ একটি অফিস ,২০ ফিট ১ টি শিক্ষক মিলানায়তন ,০৮ টি শ্রেণীকক্ষ আছে । বিদঃ২টি নলকূপ ও মেয়েদের জন ২টি এবং ছেলেদের জন ২ টি মোট ৪টি শৌচাগার আছে। বি এস বি উচ্চ বিদঃটি ১৯৯৫ সালে অত্র বিদঃ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আব্দুল কাদের বি এস সি ,কেরামত আলী ও এলাকার শিক্ষানুরাগী বক্তি বর্গের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ।বি এস বি নিম্ন মাধমিক বালিকা বিদঃ ০১/০১/২০০০ ইং তারিখে স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০১/০৪/২০০১ ইং সালে নিম্ন মাধমিক স্তরে এমপিও ভূক্ত হয় । ০১/০১/২০০৩ ইং সালে ৯ম শ্রেনী পাঠদানের অনুমতি প্রাপ্ত হয় এবং ০১/০১/২০০৯ ইং সালে উচ্চ বিদঃ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয় । বিদঃটিতে দিন দিন ছাত্র - ছাত্রী সংখা হ্রাস পাওয়ায় এলাকার গনমান বক্তি বর্গ এবং বিদঃ পরিচালনা পরিষদের সিদ্ধন্ত মোতাবেক বিদঃটিতে সহশিক্ষা চালু করার সিদ্ধন্ত গৃহিত হয় এবং ০১/০১/২০১২ ইং সালে সহশিক্ষা স্বীকৃতি প্রাপ্ত হয়ে বর্তমানে বিদঃলয়ের নাম বি এস বি উচ্চ বিদঃ নামে পরিচিতি লাভ করে ।